আইনজীবী সাইফুল হত্যায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার এবং ২১ জনকে আটক করা হয়েছে : সিএমপি
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানানো হয়েছে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় সন্দেহভাজন ছয়জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।