• 23 Jan, 2025

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই কলেজ শিক্ষার্থীর

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই কলেজ শিক্ষার্থীর

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল, পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে পরীক্ষা শেষে বাড়ি ফেরা দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

সিলেটের গোয়াইনঘাটে সিলেট-গোয়াইনঘাট সড়কের সতি এলাকায় মোটরসাইকেল, পিকআপভ্যান এবং অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের রিফাত আহমেদ কিবরিয়া ও আবু সুফিয়ান। তারা দুজনেই গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শিক্ষার্থীরা সড়কে পড়ে যান। এরপর একটি অটোরিকশা তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪