সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। ভারতীয় ব্যাটারি, চিনি, গরু, মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়।
সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল, পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে পরীক্ষা শেষে বাড়ি ফেরা দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
সিলেটের গোয়াইনঘাটে সিলেট-গোয়াইনঘাট সড়কের সতি এলাকায় মোটরসাইকেল, পিকআপভ্যান এবং অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের রিফাত আহমেদ কিবরিয়া ও আবু সুফিয়ান। তারা দুজনেই গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শিক্ষার্থীরা সড়কে পড়ে যান। এরপর একটি অটোরিকশা তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রভাত সময় ২৪
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। ভারতীয় ব্যাটারি, চিনি, গরু, মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ নার্সিং কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থেকেও মাসের পর মাস বেতন তুলেছেন। এদের মধ্যে কেউ ২২ মাস পর্যন্ত বেতন ও বোনাস উত্তোলন করেছেন। বিষয়টি ধরা পড়ার পর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর অভিযুক্তদের উত্তোলিত অর্থ ফেরত দিতে নির্দেশ দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে এবং কয়েকজনকে বরখাস্ত করেছে।
মসজিদের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ বার্তা প্রদর্শিত হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। স্থানীয় রাজনীতিকরা ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন, আর পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে।