• 21 May, 2025

নওগাঁয় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নওগাঁয় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি, নওগাঁ জেলা শাখা।
 
বক্তারা বলেন, এইচ.এস.সি. পাশের পর তিন বছর মেয়াদী এই কোর্সগুলো সাধারণ ডিগ্রি কোর্সের মতো হলেও এখনো তা ডিগ্রি সমমান স্বীকৃতি পাচ্ছে না, যা অযৌক্তিক ও বৈষম্যমূলক। তারা দ্রুত এই কোর্সগুলোকে ডিগ্রি সমমান ঘোষণা করার দাবি জানান।