শিক্ষার সার্বিক মান উন্নয়নে এক মত বিনিময় সভা নওগাঁর রানীনগর উপজেলার রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি মেজবাউল হক লিটনের সভাপতিত্বে মতো বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান ,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইছাহক আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা জামাতের আমির আনজির হোসেন, প্রধান শিক্ষক মনোয়ার হোসেন সাংবাদিক সাদেকুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও সকল বিদ্যালয় পরিচালনা কমিটির সকলকে সচেষ্ট হবার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করার দাবি করেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।