নওগাঁর ছোট যমুনা ও তুলসীগঙ্গা নদী বর্তমানে চরম দখল ও দূষণের শিকার। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি ও পরিবেশ। নদীগুলোর এই করুণ অবস্থা সরেজমিনে দেখতে আজ পরিদর্শন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক আমিনুর রহমান (গবেষণা ও পরিবীক্ষণ, সিনিয়র সহকারী সচিব), সহকারী প্রধান তৌহিদুল আজম (জিও টেকনিক্যাল), পানি উন্নয়ন বোর্ড নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, বদরগাছি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।প্রতিনিধি দল নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তারা নদী দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি পরিবেশ রক্ষা ও কৃষির টেকসই উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হয়। প্রতিনিধি দল নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে শিগগিরই সুপারিশমালা প্রণয়নের কথাও জানান।