ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচি প্রদর্শনকারী এলইডি স্ক্রিনে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা প্রদর্শিত হলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি সাধারণ মুসল্লিদের নজরে আসার পর স্থানীয়রা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তীব্র প্রতিক্রিয়া জানায়।
এ ঘটনায় জমির হোসেন নামে এক অপারেটরকে সন্দেহভাজন হিসেবে আটক করে স্থানীয় ছাত্র-জনতা পুলিশের কাছে সোপর্দ করে। জেলা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন এবং এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন।
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল অভিযোগ করেন, "আওয়ামী লীগ সমর্থিত দোসররা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে ধর্মীয় বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে।" অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ওমর ফারুক বলেন, "এটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার সঙ্গে মসজিদ কমিটির কোনো সদস্য জড়িত কিনা, তা তদন্তের দাবি জানাচ্ছি।"
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, “এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।”