• 23 Jan, 2025

‘মুক্ত খালেদা জিয়া’ ছাত্র-জনতার আন্দোলনের ফসল : উপদেষ্টা নাহিদ

‘মুক্ত খালেদা জিয়া’ ছাত্র-জনতার আন্দোলনের ফসল : উপদেষ্টা নাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিকে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের বড় অর্জন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন এবং খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময়ের ছবি প্রকাশ করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ড. মুহাম্মদ ইউনূসের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের সফলতা বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন। পোস্টে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কিছু ছবি প্রকাশ করেন। সেগুলোর বর্ণনায় তিনি লেখেন, ‘সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়।’

নাহিদ ইসলাম পোস্টে আরও বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও জনতার সংগ্রাম আজ সারা দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। খালেদা জিয়ার মুক্তি এ আন্দোলনের অন্যতম অর্জন। এ ধরনের ঐক্যবদ্ধ লড়াই সমাজে সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ উল্লেখ্য, সম্প্রতি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছিল। তবে এই পোস্টের মাধ্যমে নাহিদ ইসলাম ছাত্র-জনতার আন্দোলনের ভূমিকা এবং তাদের সফলতা নিয়ে কথা বলেছেন, যা বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। 
 

 

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪