রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিকে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের বড় অর্জন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন এবং খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময়ের ছবি প্রকাশ করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ড. মুহাম্মদ ইউনূসের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের সফলতা বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন। পোস্টে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কিছু ছবি প্রকাশ করেন। সেগুলোর বর্ণনায় তিনি লেখেন, ‘সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়।’
নাহিদ ইসলাম পোস্টে আরও বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও জনতার সংগ্রাম আজ সারা দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। খালেদা জিয়ার মুক্তি এ আন্দোলনের অন্যতম অর্জন। এ ধরনের ঐক্যবদ্ধ লড়াই সমাজে সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ উল্লেখ্য, সম্প্রতি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছিল। তবে এই পোস্টের মাধ্যমে নাহিদ ইসলাম ছাত্র-জনতার আন্দোলনের ভূমিকা এবং তাদের সফলতা নিয়ে কথা বলেছেন, যা বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।