আমেরিকা থেকে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিন।
শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা পৌঁছালে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে মিরসরাই থানার মামলার ভিত্তিতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বিমানবন্দরে নামার পরপরই ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে শনাক্ত করে এবং থানায় খবর দেয়।
গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন আমেরিকায় অবস্থান করছিলেন এবং চিকিৎসা ও পারিবারিক কারণে দেশে ফিরছিলেন। তবে বিমান থেকে নামার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যায়। উল্লেখ্য, গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।