• 12 Mar, 2025

নওগাঁয় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নওগাঁয় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এমবিবিএস ডাক্তার ও বিডিএস ডাক্তার ব্যতিত অন্য কেহ ডাক্তার উপাধি ব্যবহার না করা, ডাক্তারদের নিরাপত্তায় সুরক্ষা আইনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আজ সোমবার সকাল ১১ টায় নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেননওগাঁ মেডিকেল কলেজের ইন্টানি ডাক্তার ও মেডিকেল শিক্ষাথীরা। একই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন।
Naogaon Medical Student Movment pic (2)
৫ দফা দাবিতে নওগাঁ মেডিকেল কলেজের ইন্টানি ডাক্তার ও মেডিকেল শিক্ষাথীরা তাদের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড় শঞীদ মিনার পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে অন্যদের মধ্যে শিক্ষাথী মাসুম বিল্লাহ,আনিছুর রহমান, নাজিফা আফরিন প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা এমবিবিএস ডাক্তার ও বিডিএস ডাক্তার ব্যতিত অন্য কেহ ডাক্তার উপাধি ব্যবহার না করা, ডাক্তারদের নিরাপত্তায় সুরক্ষা আইনসহ ৫ দফা বাস্তবায়নের জোড় দাবি করেন।