বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, সাংগঠনিক বিস্তার এবং সম্ভাব্য প্রতিবন্ধকতা মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় আড়াই ঘণ্টা চলা এই সভায় নির্বাহী কমিটির ১৮ সদস্যের মধ্যে ১৬ জন উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের নিয়মকানুন নির্ধারণ, সদস্যদের মধ্যে সমন্বয়, এবং শৃঙ্খলা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, "নির্বাহী কমিটি কীভাবে কাজ করবে এবং আহ্বায়ক কমিটির সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে।"
এছাড়া, নির্বাহী কমিটির নিয়মকানুন অনুসরণ এবং যে কোনো অভিযোগ বা বিষয় উত্থাপনের প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে। তবে জাতীয় রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লায় ১৯৩ সদস্যের প্রথম মহানগর কমিটি গঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এই কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন করেছেন।
এর আগে, ১১টি জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই জেলাগুলোর মধ্যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, সুনামগঞ্জ, জামালপুরসহ অন্যান্য জেলা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়। ধারাবাহিক আন্দোলন একপর্যায়ে গণ-অভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে।