দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, নতুন এই মূল্য শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আগে গত ১ জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছিল।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, "বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে। এ লক্ষ্যে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে মূল্য সমন্বয় করা হয়েছে।" উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের কারণে বাংলাদেশ সরকার প্রতি মাসে নতুন মূল্য নির্ধারণ করছে। তবে সাম্প্রতিক মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খাতসহ বিভিন্ন শিল্পে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।