সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চিকিৎসা শেষে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে দুবাইয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩:৪৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ থেকে এমিরেটস এয়ারলাইন্সের (EK 803) ফ্লাইটে তিনি জেদ্দার উদ্দেশে যাত্রা করেন। স্থানীয় সময় সন্ধ্যা ৫:৫০ মিনিটে তার জেদ্দা পৌঁছানোর কথা রয়েছে।
ছেলে: লাবিব বিন জামান
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব: আবদুর রহিম রিপন
গত বৃহস্পতিবার সপরিবারে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে থাকা অবস্থায় তিনি শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগতে শুরু করেন।
দুবাইয়ে বিমান অবতরণের পর বিমানবন্দরের নিকটবর্তী একটি ক্লিনিকে নেওয়া হয়।
সেখানকার চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
রাত ৩টায় দুবাই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এ সময় তাকে দেখতে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন যান।
সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, দুবাই হাসপাতালে আট ঘণ্টা চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থতা অনুভব করেন। এরপর চিকিৎসকদের অনুমতি নিয়ে তিনি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।