বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, বাবুল তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে তিনি শ্যালকের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন।
এ ঘটনায় তাহেরা ওয়াজেদ তুহিনের বড় ভাই ও সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল আদালতে যৌতুকের মামলা দায়ের করেছেন।
তাহেরা ওয়াজেদ তুহিন অভিযোগ করেন, বাবুল দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে চাপ দিচ্ছিলেন। বাবুলের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষিতে তিনি আইনের আশ্রয় নেন। তবে বাবুল হোসেন মোল্যা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি প্রথম স্ত্রীকে আইনগতভাবে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। বাবুলের প্রথম স্ত্রীর পরিবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।