জমি বিক্রির টাকার বিরোধে ছেলের দা-কুপে বাবার মৃত্যু খাগড়াছড়িতে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের দা-কুপে বাবা বিনোদ বিহারী মজুমদার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক।
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, বাবুল তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে তিনি শ্যালকের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন।
এ ঘটনায় তাহেরা ওয়াজেদ তুহিনের বড় ভাই ও সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল আদালতে যৌতুকের মামলা দায়ের করেছেন।
তাহেরা ওয়াজেদ তুহিন অভিযোগ করেন, বাবুল দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে চাপ দিচ্ছিলেন। বাবুলের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষিতে তিনি আইনের আশ্রয় নেন। তবে বাবুল হোসেন মোল্যা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি প্রথম স্ত্রীকে আইনগতভাবে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। বাবুলের প্রথম স্ত্রীর পরিবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
প্রভাত সময় ২৪
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের দা-কুপে বাবা বিনোদ বিহারী মজুমদার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক।
পঞ্চগড়ে ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা গ্রামে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন স্বামী সেকেন্দার আলী। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তিনি আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।