• 22 May, 2025

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

বগুড়ার শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২১ জন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের গাড়িদহ রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) এবং হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন (৩৬)। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঝাজর গ্রামের একদল শ্রমিক একটি ভটভটিতে করে শেরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিটিকে ধাক্কা দিলে শ্রমিকরা ছিটকে সড়কের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন শ্রমিক মারা যান। এর আগে ট্রাকটি এক পথচারীকেও চাপা দেয়, যার ফলে তিনিও ঘটনাস্থলে নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে, তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪