বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়ির দেয়ালে লেখা হত্যার হুমকিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে।
বগুড়ার গৃহবধূ হত্যাকাণ্ডে র্যাবের প্রাথমিক তদন্ত ভুল প্রমাণিত হয়েছে। নিহতের ছেলেকে দোষী সাব্যস্ত করে গ্রেফতার করলেও, পুলিশের তদন্তে জানা গেছে, প্রকৃত অপরাধী ছিলেন ভাড়াটিয়া ও তার সহযোগীরা। র্যাবের এমন ভুলে নিরপরাধ ছেলের জীবন বিপর্যস্ত হয়েছে। এ ঘটনা তদন্তে র্যাবের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তাদের প্রক্রিয়া পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়েছে।