• 10 Mar, 2025

মোহাম্মদপুরে নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে নওগাঁয় দেখা গেছে প্রেমিকের সঙ্গে

মোহাম্মদপুরে নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে নওগাঁয় দেখা গেছে প্রেমিকের সঙ্গে

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে সরে গেছেন তিনি ও তার সঙ্গে থাকা যুবক।

মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা জানান, নিখোঁজের ঘটনায় সুবার বাবা ইমরান রাজিব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু হয়। সেখানে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায় সুবাকে। তদন্তে জানা যায়, ওই ছেলের নাম মোমিন হোসেন, যিনি নওগাঁর বাসিন্দা। পরবর্তী সিসিটিভি বিশ্লেষণে দেখা যায়, সুবা নওগাঁয় মোমিনের সঙ্গে ঘুরছেন। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণেই তিনি সেখানে গেছেন। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি। তবে মোমিনের বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে তারা পালিয়ে যেতে না পারে।

উল্লেখ্য, মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসার জন্য সম্প্রতি ঢাকায় আসে সুবার পরিবার। গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হন সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে খুঁজে বের করার জন্য অনলাইনে সাহায্য চান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে হাঁটতে দেখা গেছে। তার সঙ্গে তার ফুফাতো ভাই ছাড়াও আরেকজন ছিলেন, যাকে পরে মোমিন হোসেন হিসেবে শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, সুবাকে দ্রুত খুঁজে বের করতে অভিযান চলছে এবং পরিবারকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪