ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ এবং ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে কলকাতা থেকে আসা Indigo-6E1107 ফ্লাইটের ৭ নম্বর লাগেজ বেল্টে পরিত্যক্ত দুটি বেনামি লাগেজ থেকে এসব উদ্ধার হয়। ডগ স্কোয়াডের প্রশিক্ষিত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’ লাগেজ দুটি সন্দেহজনক হিসেবে শনাক্ত করে। উপস্থিত কর্মকর্তাদের সামনে ব্যাগ দুটি খুলে বিদেশি মদ এবং ক্রিম জব্দ করা হয়। মালিক না পাওয়ায় জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর জানান, নিয়মিত অভিযানে মাদক ও অন্যান্য নিষিদ্ধ পণ্য শনাক্ত করতে ডগ স্কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।