নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করীম খান সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ব ইজতেমার বিদেশি খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আইন-শৃঙ্খলা রক্ষায় ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রথম ধাপের মতোই জিএমপি শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও জানান, রোববার আখেরি মোনাজাতকালে ড্রোন ব্যবহারের ফলে একটি বেলুন ফেটে আতঙ্ক তৈরি হয়। এ ঘটনার পর থেকেই ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে ড্রোন না ওড়ানোর নির্দেশনা জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে কমিশনার উল্লেখ করেন।
বিশ্ব ইজতেমার প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর সোমবার থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, যা ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। প্রেস ব্রিফিংয়ে জিএমপির অতিরিক্ত কমিশনার, বিভিন্ন থানার ওসি ও আয়োজক কমিটির প্রতিনিধি শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন। প্রথম ধাপের সংবাদ প্রচারে সহায়তা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় ধাপেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান পুলিশ কমিশনার।।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত চারজনের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন হয়।