নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত চারজনের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত চারজনের মরদেহ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে সাভারের আশুলিয়া, পাবনার টেক উত্তরপাড়া ও বগাবাড়ি আমতলা এলাকার তিনটি কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।
নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম সাগর, আশরাফুল ইসলাম ও আবুল হোসেনের নাম জানা গেছে। আবুল হোসেনের পরিচয় নিশ্চিত করতে আমতলা এলাকার কবরস্থান থেকে দুটি মরদেহ উত্তোলন করা হয়েছে। লাশ উত্তোলনের সময় নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও একজনের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশের গুলি ও সংঘর্ষে প্রাণহানি ঘটে। সেদিন নিহতদের ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। পরে নিহতদের স্বজনরা থানায় ও আদালতে হত্যা মামলা দায়ের করলে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন। লাশ উত্তোলনে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।