• 11 Mar, 2025

সড়কে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা

সড়কে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা

রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র (স্মল আর্মস) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “সড়কে প্রকাশ্যে ছিনতাই ও অস্ত্রধারীদের তৎপরতা বেড়েছে, যা নিয়ন্ত্রণে ট্রাফিক সার্জেন্টদের নিরাপত্তা জোরদার করতে হবে। জনবল সংকটের কারণে অনেক সময় তারা যথাযথ ব্যবস্থা নিতে পারেন না। তাই তাদের হালকা অস্ত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।” ধানমন্ডি ৩২ নম্বরে সংঘটিত হামলার বিষয়ে তিনি বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে রিপোর্ট নিয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪