• 22 Jan, 2025

ইভ টিজিংয়ের অপমানে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, অভিযুক্ত তরুণ গ্রেপ্তার

ইভ টিজিংয়ের অপমানে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, অভিযুক্ত তরুণ গ্রেপ্তার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইভ টিজিংয়ের অপমান সহ্য করতে না পেরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করে। ঘটনায় অভিযুক্ত তরুণ মো. ওমর ফারুককে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইভ টিজিংয়ের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে এক অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত মো. ওমর ফারুক ওরফে রাহিম (২০) নামে এক তরুণকে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১১ সিপিসি-৩ ও নোয়াখালী কোম্পানি কমান্ডারের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীটি স্থানীয় একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল এবং তার বাবা প্রবাসে অবস্থান করায় মায়ের সাথে বসবাস করত। মাদ্রাসায় যাওয়া-আসার পথে অভিযুক্ত তরুণ ওমর ফারুক তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে বলে এলাকায় অপপ্রচার শুরু করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওমর ফারুককে সতর্ক করলেও তিনি বিরত না হয়ে আরও বেপরোয়া আচরণ শুরু করেন এবং ওই মাদ্রাসাছাত্রীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, অভিযুক্তের অপমানজনক এবং মানসিক অত্যাচারের কারণে মেয়ে অপমানিত বোধ করে এবং রাগ ও হতাশায় গত ২৩ আগস্ট গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর পূর্বে রেখে যাওয়া চিরকুটে ওই তরুণের অত্যাচারের কথা লিখে যায়। এই ঘটনার পর ভুক্তভোগীর মা কমলনগর থানায় মামলা দায়ের করেন।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, ঘটনার পরপরই র‍্যাব অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। গতকাল রাতে র‍্যাব জানতে পারে যে অভিযুক্ত নোয়াখালীর বেগমগঞ্জে অবস্থান করছেন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কমলনগর থানায় হস্তান্তর করা হয়। আজ শনিবার তাঁকে আদালতে হাজির করা হবে।

এ ঘটনাটি সমাজে নারীর নিরাপত্তা ও ইভ টিজিং বন্ধে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা আবারও স্মরণ করিয়ে দেয়।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪