বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
বাগেরহাটের মোংলায় পৌর-ওয়ার্ড কমিটি গঠনের ব্যালট ভোটকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন এবং একটি ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি পাইপ গান, ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি একনলা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টায় গাংড়ামারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাংড়ামারি এলাকার মৃত আসাদুল্লাহ আল গালিবের ছেলে মো. মাসুম বিল্লাহ (৪৫) ও সাত্তার খাঁর ছেলে মো. শফিউল্লাহ খাঁ (৩০)।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রা ও শ্যামনগর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসীদের আটক করা হয়। পরে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রভাত সময় ২৪
বাগেরহাটের মোংলায় পৌর-ওয়ার্ড কমিটি গঠনের ব্যালট ভোটকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন এবং একটি ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে।
মসজিদের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ বার্তা প্রদর্শিত হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। স্থানীয় রাজনীতিকরা ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন, আর পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে।
আশুলিয়ায় ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের পুড়িয়ে ফেলার অভিযোগ তদন্তে উঠে এসেছে যে তাদের মধ্যে একজন জীবিত ছিলেন। ইতোমধ্যে দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।