ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ক্রিম উদ্ধার
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়ায় ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের পুড়িয়ে ফেলার অভিযোগ তদন্তে উঠে এসেছে যে তাদের মধ্যে একজন জীবিত ছিলেন। ইতোমধ্যে দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ছয় শিক্ষার্থীর মরদেহ পেট্রল দিয়ে পোড়ানো হয়েছিল। তাদের মধ্যে একজন জীবিত ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে উঠে এসেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, “৫ আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছয় শিক্ষার্থীর মরদেহ ভ্যানে রেখে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে প্রমাণ মিলেছে যে লাশগুলোর মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। তাকে জীবিত অবস্থায় দগ্ধ করে হত্যা করা হয়।”
তাজুল ইসলাম আরও বলেন, “তৎকালীন সরকারের নির্দেশে এ হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে সংঘটিত হয়। পুলিশ সদস্যরা লাশগুলো পুড়িয়ে ফেলার সময় নৃশংসতার চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছে। ভ্যানে মৃতদেহগুলো স্তূপ করে ত্রিপল দিয়ে ঢেকে পেট্রল ঢালা হয় এবং আগুন লাগানো হয়।”
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য মুকুল চকদার এবং আরেকজন কিশোরগঞ্জ থেকে আটক মালেক। চিফ প্রসিকিউটর জানান, “তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করবে। ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুততম সময়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।”
ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি ভ্যানে আংশিকভাবে ঢেকে রাখা রক্তমাখা লাশের স্তূপ দেখা যায় এবং আশেপাশে পুলিশ সদস্যদের অবস্থান লক্ষ্য করা যায়। এ ঘটনায় পুলিশের ভূমিকা ও তৎকালীন প্রশাসনের নৃশংসতার বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের আওতায় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে।
প্রভাত সময় ২৪
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি পাইপ গান, ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।