বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিকে ইসকনের উদ্যোগ বলে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ইসকন স্পষ্ট করেছে, এসব কর্মসূচি জোটের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে ইসকনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ নেই।
ইসকনের অবস্থান
বিজ্ঞপ্তিতে ইসকন জানায়, তারা একটি আন্তর্জাতিক সংগঠন, যা গৌড়ীয় বৈষ্ণব আদর্শ ও সনাতনী মূল্যবোধ অনুসরণ করে। ইসকন সর্বদা শান্তিপূর্ণভাবে ধর্মীয় চর্চা ও মানবকল্যাণমূলক কাজ পরিচালনা করে। সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষে ইসকন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও বলা হয়, “ইসকনের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো দুঃখজনক এবং নিন্দনীয়। প্রশাসন ও গণমাধ্যমের প্রতি অনুরোধ, তারা যেন তথ্য যাচাই করে পদক্ষেপ নেয়।” ইসকন শান্তি, সম্প্রীতি এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।