• 23 Jan, 2025
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে। মামলার আসামি হওয়ায় তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

চিন্ময়ের মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে আটক ৬, আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁরা আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এর আগে, রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুরের পর চিন্ময়ের অনুসারীদের বিক্ষোভে সংঘর্ষ হয়। এতে এক আইনজীবী নিহত হন এবং ৩৭ জন আহত হন।

আরও পড়ুন

ইসকন বাংলাদেশের দাবি : সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই

ইসকন বাংলাদেশ জানিয়েছে, সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, ইসকন শান্তিপূর্ণ ধর্মীয় চর্চা ও মানবকল্যাণে নিবেদিত এবং বিভ্রান্তিকর প্রচারণা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রশাসন ও গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাইয়ের অনুরোধ জানিয়েছে ইসকন।

আরও পড়ুন

চিন্ময় ইস্যুতে ভারতের বক্তব্যের প্রতিবাদ জানাল বাংলাদেশ

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে ভারতের মন্তব্যকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।

আরও পড়ুন