রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে। মামলার আসামি হওয়ায় তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় এই শুনানি হওয়ার কথা রয়েছে। তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন কিনা—সে নিয়ে তৈরি হয়েছে সংশয়। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিস শর্মা নিজেও একটি মামলার আসামি হওয়ায় আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে, চিন্ময়ের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানোর কথা বলা বেশ কয়েকজনও মামলা ও হামলার আশঙ্কায় অনিশ্চয়তার মধ্যে আছেন। এর ফলে চিন্ময়ের অনুসারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
গত ২৬ নভেম্বর চিন্ময়ের আগের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। চিন্ময়কে কারাগারে নেওয়ার সময় মুক্তির দাবিতে বিক্ষোভরত হাজারখানেক অনুসারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আইনজীবী আলিফ হত্যার ঘটনায় তার বাবা ও ভাই পৃথক দুটি মামলা দায়ের করেন। বাবার দায়ের করা মামলায় ৩১ জন এবং ভাইয়ের মামলায় ১১৬ জনকে আসামি করা হয়। চিন্ময়ের আইনজীবী শুভাশিস শর্মাসহ প্রায় ৫০ জন আইনজীবী এসব মামলার আসামির তালিকায় রয়েছেন। চট্টগ্রাম ইসকন প্রবর্তক মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস জানান, চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ানোর সাহস পাচ্ছেন না। তিনি বলেন, “মামলার মাধ্যমে সবাইকে টার্গেট করা হচ্ছে। এতে চিন্ময় প্রভুর ন্যায্য অধিকার ক্ষুণ্ন হচ্ছে।”
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৩০ অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা হয়। অভিযোগ ছিল, চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে গেরুয়া পতাকা ওড়ানো হয়েছিল। মামলায় দণ্ডবিধির ১২০(খ), ১২৪(ক), ১৫৩(ক), ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। ২৫ নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া চিন্ময়কে পরদিন আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
চিন্ময়ের অনুসারীরা তার মুক্তির দাবিতে একাধিকবার বিক্ষোভ করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং আইনজীবী হত্যার ঘটনায় নতুন করে মামলার সংখ্যা বাড়ায় তারা আরও চাপে রয়েছেন। আজকের জামিন শুনানি কীভাবে সম্পন্ন হবে এবং কোনো আইনজীবী চিন্ময়ের পক্ষে দাঁড়াবেন কিনা—সে বিষয়ে সবাই নজর রাখছেন। চিন্ময়ের জামিন শুনানি যদি আইনজীবী ছাড়া অনুষ্ঠিত হয়, তবে এর আইনগত ও সামাজিক প্রভাব নিয়ে বিশ্লেষণ শুরু হতে পারে। রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর মামলায় এমন পরিস্থিতি নজিরবিহীন।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।