সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে চট্টগ্রামের পাহাড়তলীতে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ সাংবাদিকদের জানান, পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা এবং বেশ কিছুদিন ধরে সরাইপাড়ার সাবেক কাউন্সিলর মো. সাবের আহমেদের বাসায় অবস্থান করছিলেন।
আটক ব্যক্তিদের পরিচয়:
পুলিশ জানিয়েছে, আটককৃতরা হলেন মো. আবু হেনা (৪২), মো. মোমিনুল ইসলাম (৩৪), মো. ইয়াছিন উল্লাহ (৪৪), মো. মামুনুর রশিদ (৪৮), শহীদ উদ্দিন খান (৪৮) এবং আবদুর রহিম (৩২)।
সংঘর্ষ ও আইনজীবী হত্যাকাণ্ড:
এর আগে গতকাল দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর হলে তাঁর অনুসারীরা চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৭ জন আহত হন, যাঁদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য। এ সময় সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫) নিহত হন। আইনজীবী হত্যার ঘটনায় আজ (২৭ নভেম্বর) চট্টগ্রামের আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা।
চিন্ময়ের গ্রেপ্তার ও মামলা:
গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে। এর আগে, ৩১ অক্টোবর বিএনপির স্থানীয় নেতা ফিরোজ খান রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে ফিরোজ খানকে পরে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় পুলিশের কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনার পর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে আরও আন্দোলনের আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।