ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি আবু সালেহ (৪৫), কেরানীগঞ্জের বাসিন্দা। তার জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, আবু সালেহ ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তার স্বজনেরা জানিয়েছেন। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এর আগে বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশে গাছের চূড়ায় তার গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পান পথচারীরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, প্রাথমিক ধারণা মতে, আবু সালেহ রাতে আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্তের পর নিশ্চিত করা যাবে।