নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে, সড়ক অবরোধের কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
ঢাকা, ৩১ জানুয়ারি: তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা তৃতীয় দিন ধরে অনশন এবং সড়ক অবরোধ করছে। এ অবস্থায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্র্যাফিক বিভাগ সড়কগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) গুলশান ট্র্যাফিক বিভাগের একটি নির্দেশনায় জানানো হয়, মহাখালী-আমতলী হয়ে গুলশান-১ এর দিকে এবং গুলশান-১ থেকে আমতলী দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এসব এলাকায় ভ্রমণকারীদের বিকল্প রুট হিসেবে বনানী-কাকলী থেকে জাহাঙ্গীর গেটগামী ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া মহাখালী-আমতলী থেকে গুলশান-১ যাওয়ার ক্ষেত্রে আমতলী থেকে কাকলী অথবা বনানী হয়ে ইউটার্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ করার দাবি জানিয়ে তাদের সাত দফা দাবি তুলে ধরেছে। শিক্ষার্থীরা আশা করছে, সরকার দ্রুত তাদের দাবিগুলো মেনে নিয়ে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, আন্তর্জাতিক মানসম্পন্ন বিষয় সংযোজন, এবং পিএইচডিধারী শিক্ষকের নিয়োগ। আন্দোলনকারীরা বলেছেন, তাদের দাবিগুলো যৌক্তিক এবং ন্যায্য, এবং সরকার শিগগিরই এগুলো বাস্তবায়ন করবে।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।