• 22 May, 2025

চার বছর পর নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

চার বছর পর নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

চার বছর পর নিজস্ব ভর্তি পরীক্ষায় ফিরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শুক্রবার ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) বিএফএ (সম্মান) প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১,৩৭৫ জন শিক্ষার্থী।

চার বছর পর গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা।

সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ৬০টি আসনের বিপরীতে ১,৩৭৫ জন পরীক্ষার্থী অংশ নেন, যেখানে উপস্থিতির হার ছিল প্রায় ৯০%।

পরীক্ষা পদ্ধতির পরিবর্তন

এ বছর বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায়

  • ১০০ নম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষায় ৪৮ নম্বর
  • বহুনির্বাচনি প্রশ্নে (MCQ) ২৪ নম্বর
  • নেগেটিভ মার্কিং ছিল না

উপাচার্যের প্রতিক্রিয়া

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন,
"সবকিছু অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। চার বছর পর আমরা আবারও নিজস্ব ভর্তি পরীক্ষা চালু করেছি, যা সবার জন্য স্বস্তিদায়ক। আশা করছি, দ্রুত ফলাফল প্রকাশ করা হবে।"

পরবর্তী ভর্তি পরীক্ষার তারিখ:

  • ১৪ ফেব্রুয়ারি: ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)
  • ১৫ ফেব্রুয়ারি: ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ)
  • ২২ ফেব্রুয়ারি: ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ)
  • ২৮ ফেব্রুয়ারি: ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ)

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা চালু করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে বিভিন্ন সমস্যার কারণে চার বছর পর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষায় ফিরেছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪