• 22 May, 2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধর, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধর, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জুতা পায়ে ওঠাকে কেন্দ্র করে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে ওঠা নিয়ে বাকবিতণ্ডার জেরে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত তামান্না তাবাসসুম ও আকাশ আলী নামে দুই শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থী জুতা পায়ে শহীদ মিনারে ওঠেন, যা দেখে রসায়ন বিভাগের শিক্ষার্থী আকাশ আলী প্রতিবাদ করেন। এতে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শহীদ মিনারে ওঠা শিক্ষার্থীর বন্ধু মার্কেটিং বিভাগের অনিক কুমার দাশ ফোনে আরও শিক্ষার্থীদের ডেকে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনিক কুমার দাশসহ ১৫-২০ জন এসে আকাশকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে আকাশের বান্ধবী তামান্না তাবাসসুম তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন।

ভুক্তভোগীদের বক্তব্য

আকাশ বলেন, “আমি শুধু শহীদ মিনারে জুতা পায়ে ওঠা নিয়ে আপত্তি জানাই, কিন্তু তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অনিক প্রথমে আমাকে আঘাত করে এবং পরে আরও কয়েকজন এসে মারধর করে। এমনকি বাঁশ দিয়েও আমাকে আঘাত করা হয়।” অনিক কুমার দাশ বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে আমি নিজে হামলা করিনি, আমার অন্য বন্ধুরা মারধর করেছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিক্রিয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “শহীদ মিনার চত্বরে ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।” রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান বলেন, “আমার বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।” বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ঘটনাটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার বিষয় বলে জেনেছি। ছাত্রদলের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে।”

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪