তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে, সড়ক অবরোধের কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন ক্যামিস্ট্রি’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। এতে দেশ-বিদেশের বিজ্ঞানী ও গবেষকরা অংশ নিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রসায়ন বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন ক্যামিস্ট্রি’ শুরু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। উপাচার্য তার বক্তব্যে বলেন, “রসায়ন বিজ্ঞানের ভূমিকা মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, জ্বালানি সংকট এবং স্বাস্থ্যসেবার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার গুরুত্ব অপরিসীম। এই কনফারেন্স গবেষক ও নীতিনির্ধারকদের জন্য জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হবে।” বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন পৃষ্ঠপোষক হিসেবে কনফারেন্সে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এই সম্মেলন রসায়নের নতুন ধারণা বিনিময়, গবেষণামূলক সমাধান এবং প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও কনফারেন্সের অর্গানাইজিং সভাপতি অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওআইসি-কমসটেকের কো-অর্ডিনেটর জেনারেল অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক সেলিম বারামি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রসায়ন বিভাগের অধ্যাপক ও কনফারেন্সের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ লোকমান হোসেন।
কনফারেন্সের প্রথম দিনে দক্ষিণ কোরিয়ার পুশান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যানো এনার্জি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর জুম কিয়ং "ক্যামিস্ট্রি ইনোভেশনস ফর স্মার্ট ফিউচার" শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও পাকিস্তানের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল চৌধুরী, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের প্রফেসর গ্রেইম হোগার্ফ, মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাইদুর রহমান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ড. মোবারক আহাম্মেদ খান প্লেনারি লেকচার প্রদান করেন।
এই আন্তর্জাতিক কনফারেন্সে ভারত, পাকিস্তান, সৌদি আরব, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গবেষকরা অংশগ্রহণ করছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শতাধিক গবেষক ও শিক্ষক এতে অংশ নিচ্ছেন। কনফারেন্সটির মূল লক্ষ্য হলো চতুর্থ শিল্পবিপ্লবের (4IR) চ্যালেঞ্জ মোকাবিলায় রাসায়নিক, প্রযুক্তিগত ও পরিবেশগত গবেষণার সাম্প্রতিক উদ্ভাবন নিয়ে আলোচনা এবং নতুন সমাধান খুঁজে বের করা। শনিবার বিভিন্ন টেকনিক্যাল সেশন ও সমাপনী পর্বের মাধ্যমে কনফারেন্স শেষ হবে।
প্রভাত সময় ২৪
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে, সড়ক অবরোধের কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
চার বছর পর নিজস্ব ভর্তি পরীক্ষায় ফিরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শুক্রবার ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) বিএফএ (সম্মান) প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১,৩৭৫ জন শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জুতা পায়ে ওঠাকে কেন্দ্র করে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।