মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি: মির্জা ফখরুল
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি আখ্যা দিয়ে বিএনপি তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের প্রস্তাব বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।