ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের ২০ জন উপদেষ্টার ওপর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করেছেন—এমন একটি ভিডিও ইন্টারনেটে প্রচারিত হলেও এটি মিথ্যা ও বানোয়াট বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচের প্রতিবেদনে জানানো হয়, আলোচিত ভিডিওটি বিভিন্ন ভিন্ন ফুটেজ ব্যবহার করে বানানো হয়েছে। এতে দাবি করা নিষেধাজ্ঞার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কোনো ঘোষণাই দেননি। রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির কিছু অংশ জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘কথা’ থেকে নেওয়া বলে নিশ্চিত হওয়া গেছে। মূল ভিডিও থেকে কয়েকটি অংশ কেটে সম্পাদনা করে ভুয়া দাবি প্রচার করা হয়েছে। ফ্যাক্টওয়াচ আরও জানায়, ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি টুইট উল্লেখ করা হলেও এটি একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচারিত। ট্রাম্পের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ যাচাই করে এমন কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া ভিডিওতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনের অংশ ব্যবহার করা হলেও এতে ড. ইউনূস বা অন্তর্বর্তী সরকারের ২০ জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কিছুই উল্লেখ নেই। জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এমন নিষেধাজ্ঞার খবর পাওয়া যায়নি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধান অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেননি। ফলে তার নিষেধাজ্ঞা আরোপের দাবি অসংগত ও ভিত্তিহীন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তার আগে এমন কোনো সিদ্ধান্তের খবর সম্পূর্ণ বানোয়াট ও গুজব।