বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা কাটল। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এই বিষয়ে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, সকল মামলার নিষ্পত্তি হওয়ায় এখন তাদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই।
অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে উল্লেখ করেন, দণ্ডপ্রাপ্ত হলে রাজনীতিবিদদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা থাকে। তবে, আপাতত খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি হয়ে যাওয়ায় তাদের সামনে আর কোনো বাধা নেই। তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রই রাজনৈতিক অগ্রযাত্রাকে থামাতে পারবে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতের একতরফা ও বিতর্কিত নির্বাচনগুলোর দায় সরকারের উপর পড়েছে। তিনি অভিযোগ করেন যে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।
ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে আরও আলোচিত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বক্তারা মনে করেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অপরিহার্য।