• 23 Jan, 2025

শেখ মুজিবের চেয়ে তার মেয়ে ভয়ংকর: শামসুজ্জামান দুদু

শেখ মুজিবের চেয়ে তার মেয়ে ভয়ংকর: শামসুজ্জামান দুদু

রংপুরে এক পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচনা করে বলেন, "শেখ মুজিবের চেয়ে তার মেয়ে আরও ভয়ংকর।" সভা শেষে বিএনপি নেতাকর্মীরা বিজয় দিবস উপলক্ষে র‌্যালি ও কর্মসূচি পালন করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, "শেখ মুজিবের চেয়ে তার মেয়ে (শেখ হাসিনা) আরও বেশি ভয়ংকর। গত ১৬ বছরে তিনি হাজারো মায়ের বুক খালি করেছেন। বিএনপির দুই হাজার নেতাকর্মীকে গুম, নিখোঁজ বা হত্যা করেছেন।"

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রংপুরের গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদু আরও বলেন, "শেখ হাসিনা বলেছিলেন, মুজিবকন্যা পালায় না। কিন্তু এমন দৌড় দিয়েছেন যে দেশে এমন দৃষ্টান্ত আর নেই। এখন ফিরে আসার চিন্তা করছেন। তাকে দেশে ফিরে খুন, টাকা পাচার, গণতন্ত্র হত্যাসহ স্বাধীনতা বিপন্ন করার জন্য জবাব দিতে হবে।"

তিনি আরও বলেন, “শহীদ জিয়া যে বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন—খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শ্রমিক ও বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা—সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান ও খালেদা জিয়া কাজ করে যাচ্ছেন।” সভায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি বিজয় দিবস র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু রংপুরে এক পথসভায় শেখ হাসিনার সমালোচনা করে বলেন, "শেখ মুজিবের চেয়ে তার মেয়ে ভয়ংকর।" সভায় বিএনপি নেতাকর্মীরা বিজয় দিবস উপলক্ষে র‌্যালি ও কর্মসূচি পালন করেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪