সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশেই গত জুলাই-আগস্ট মাসে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধের উদ্দেশ্য ছিল সেই সময়ে সংঘটিত গণহত্যা এবং সংঘাত সম্পর্কিত তথ্য প্রচার ঠেকানো। এ তথ্য বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদে সাবেক প্রতিমন্ত্রী স্বীকার করেছেন, দেশের ইন্টারনেট এবং আন্তর্জাতিক গেটওয়ে বন্ধ রাখার নির্দেশ সরাসরি শেখ হাসিনা দিয়েছিলেন। এর পেছনে মূল উদ্দেশ্য ছিল গণহত্যার ঘটনা আড়াল করা।
প্রসিকিউটর আরও উল্লেখ করেন, “ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা বা ভবনে আগুন লাগার কারণে ঘটেনি। এটি একটি পরিকল্পিত পদক্ষেপ ছিল, যা সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে কার্যকর করা হয়েছিল। এর মাধ্যমে গণঅভ্যুত্থানের খবর গোপন রাখা এবং জনগণের মধ্যে তথ্য প্রবাহ সীমিত করা হয়েছিল।”
উল্লেখ্য, গত জুলাই মাসে কোটা আন্দোলন চলাকালে এবং পরবর্তী সময়ে সংঘাতময় পরিস্থিতিতে দেশের ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। এ বিষয়ে তদন্তে অংশ নিতে ১২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে পলককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
জিজ্ঞাসাবাদের সময় পলক জানান, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্য ছিল সংঘটিত গণহত্যা এবং তার প্রভাব সম্পর্কে তথ্য প্রচার নিয়ন্ত্রণ করা। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “সাবেক প্রতিমন্ত্রীর এই স্বীকারোক্তি দেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে গভীর প্রশ্ন তোলে।”