• 23 Jan, 2025

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। পরে দ্রুত স্থান ত্যাগ করে তারা। একইদিন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয়দের একটি দলকে পুলিশ গেটের ভেতরে প্রবেশে বাধা দেয়।

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে।

সোমবার সকালে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহীম হোসেনের নেতৃত্বে শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

একইদিনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয়দের একটি দলকে পুলিশ বাধা দেয়। গেটের ভেতরে প্রবেশ করতে না দেওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪