• 23 May, 2025

আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল: জামায়াত আমিরের অভিযোগ

আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল: জামায়াত আমিরের অভিযোগ

মৌলভীবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ বছর ধরে দেশকে শ্মশান ও গোরস্থানে পরিণত করেছে। তিনি পিলখানা হত্যাকাণ্ড, সেনাবাহিনীর মনোবল ভাঙা এবং বিডিআর বাহিনী ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। এ হত্যাকাণ্ডের বিচার ও স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি।

মৌলভীবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে দেশটিকে শ্মশান ও গোরস্থানে পরিণত করেছে। শনিবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ইয়ামির আলী ও সহকারী সেক্রেটারি হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, "বিগত সময়ে আওয়ামী লীগ সরকার মানুষকে কবরস্থানের নীরবতায় বন্দি করেছে। তারা বলত দেশ শান্তিতে রয়েছে, অথচ সেই শান্তি ছিল কবরের মতো—যেখানে কোনো হাসি বা কান্নার শব্দ শোনা যায় না।"

তিনি আরও অভিযোগ করেন, “২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার খুন ও গুমের রাজত্ব কায়েম করে। পিলখানায় সেনাবাহিনীর ৫৭ জন সদস্যকে হত্যা করে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়। বিডিআর বাহিনী ধ্বংস করে তার নাম পরিবর্তন করে বিজিবি রাখা হয়েছে। হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি।” জামায়াত আমির আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমকেও "ইলেকশন ইঞ্জিনিয়ারিং" হিসেবে আখ্যা দিয়ে বলেন, “২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে একটি জঘন্য সরকার ক্ষমতায় আসে। তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে।”

বক্তব্যের শুরুতে তিনি বলেন, "বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর।" এ স্লোগানের মাধ্যমে আন্দোলনের বীর সৈনিকদের স্মরণ করেন তিনি। জামায়াত আমির পিলখানা হত্যাকাণ্ডসহ অন্যান্য ঘটনাবলির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তিনি বলেন, "স্বৈরাচারী সরকার একদিন এসবের জবাব দিতে বাধ্য হবে। জাতি হত্যাকারীদের নাম জানতে চায়।"

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪