• 23 Jan, 2025

সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও স্বামীর বিরুদ্ধে ৩৮৯৩ কোটি টাকার লেনদেনের অভিযোগে দুদকের মামলা

সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও স্বামীর বিরুদ্ধে ৩৮৯৩ কোটি টাকার লেনদেনের অভিযোগে দুদকের মামলা

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক দুটি মামলা করেছে। দুর্নীতি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, হেনরী সোনালী ব্যাংকের পরিচালক ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন। তার স্বামী শামীম তালুকদারও এসব অপরাধলব্ধ অর্থের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন।

  • হেনরীর লেনদেন: ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ২ কোটি টাকা এবং ১৩ কোটি মার্কিন ডলারের (প্রায় ১৫৮৫ কোটি টাকা) লেনদেন।

  • স্বামীর লেনদেন: ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি টাকার লেনদেন।

  • মোট অবৈধ সম্পদ: ৭৮ কোটি টাকা।

গত ২৫ নভেম্বর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ হয়। ১ অক্টোবর হেনরী ও তার স্বামী মৌলভীবাজার থেকে গ্রেপ্তার হন। দুদকের অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মামলা করা হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪