ন্যাশনাল মেডিকেল কলেজে হামলার প্রতিবাদে ড্যাবের তীব্র নিন্দা
পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ড্যাব। তারা এ ঘটনাকে মানবিকতার চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়ে দোষীদের কঠোর শাস্তি ও হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। হাসপাতাল ও কলেজ ভবনে ভাঙচুর-লুটপাটের ঘটনায় চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।