• 22 May, 2025

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের ওপর হামলা : তদন্ত কমিটি গঠন

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের ওপর হামলা : তদন্ত কমিটি গঠন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই সমন্বয়ক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দেওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম গোপালগঞ্জ সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। প্রকৌশল অনুষদের ডিন আবদুল্লাহ আল আসাদকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ মো. সাহাব উদ্দিন, ইতিহাস বিভাগের সভাপতি আতিকুজ্জামান ভূঁইয়া, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামচুল আরেফিন, সহকারী প্রক্টর আইরিন পারভীন, মো. আসিফ খাদেল এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ওহিদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুজাহিদুল ইসলাম জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম পরীক্ষা দিতে এলে শিক্ষার্থীরা তাঁকে আটক করেন। কিন্তু কিছু কর্মী হামলা চালিয়ে শরিফুলকে ছিনিয়ে নেন। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জসিম উদ্দিন ও ওমর শরীফসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। অন্যদিকে, অভিযুক্ত শরিফুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁকে আটকানোর সময় তাঁর সহপাঠীরা তাঁকে মুক্ত করে দেন এবং কোনো হামলা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪