• 03 Feb, 2025

ট্রাকচালকের পায়ে গুলি, দুই ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা

ট্রাকচালকের পায়ে গুলি, দুই ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে পুলিশের পিকআপে ধাক্কা লাগার ঘটনায় ট্রাকচালক রোকন মোল্লাকে আটকের পর নির্যাতন ও গুলি করে পঙ্গু করার অভিযোগে দুই সাবেক ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় ট্রাকচালক রোকন মোল্লাকে গুলি করে পঙ্গু করার অভিযোগে সিরাজগঞ্জের দুই সাবেক ওসিসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিরাজগঞ্জের সলঙ্গা থানা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম শাহরিয়ার শহীদ বাপ্পী এই আদেশ দেন। মামলার বাদী ট্রাকচালক রোকন মোল্লা পাবনার ফরিদপুর উপজেলার নেছরাপাড়া এলাকার বাসিন্দা। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৫ মে রাত ১টার দিকে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের কাওয়াক মোড়ে পুলিশের পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লাগে রোকন মোল্লার ট্রাকের। এতে ক্ষুব্ধ হয়ে উল্লাপাড়া থানার ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম ট্রাকচালকের দিকে পিস্তল তাক করেন।

রোকন মোল্লা ভয় পেয়ে ট্রাক নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে এবং সলঙ্গা থানার রাজশাহী-পাবনা মহাসড়কের হরিণচড়ায় তাকে আটক করা হয়। এরপর মারধর ও নির্যাতনের পর ওসি এনামুল হক, ওসি আসিফকে তাকে গুলি করার নির্দেশ দেন। পরে আসিফ ট্রাকচালকের ডান পায়ে গুলি করেন। গুরুতর আহত রোকন মোল্লাকে প্রথমে সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ডান পা কেটে ফেলতে হয়। 

ট্রাকচালক রোকন মোল্লা বলেন, “ওসি আসিফ আমাকে গুলি করে পঙ্গু করে দিয়েছে। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে বেরিয়ে ন্যায়বিচারের জন্য মামলা করেছি।” বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরণ জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপারকে নিয়মিত মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। 
উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম বর্তমানে বদলিজনিত কারণে জেলার বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “রোকন মোল্লা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাকে ধরতে গিয়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে ছয় জেলায় ২৮টি মামলা রয়েছে।” সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুসারে মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪