• 02 Feb, 2025

নওগাঁয় এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

নওগাঁয় এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। প্রাথমিকভাবে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানিয়েছেন, ভোর রাতে দুর্বৃত্তরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সরকারি বাসভবনে গুলি চালায়। প্রাথমিকভাবে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলিগুলো বাসার জানালার কাচ ভেদ করে কক্ষের ভেতরে প্রবেশ করে। ঘটনার পর থেকেই এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিকেলে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, “আমি একটু ব্যস্ত আছি। ব্যবস্থা গ্রহণের জন্য এই মুহূর্তে থানায় এজাহার লিখছি।” নওগাঁ জেলা প্রশাসক জানান, এ ঘটনার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী—তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্তে তদন্ত চলছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪