এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই—এই শিরোনামে নওগাঁয় "যুব ও উদ্যোক্তা ২০২৫ সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে এই যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ জাবেদ ইকবাল, কৃষি উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান, ছাত্র প্রতিনিধি তানজীম বিন বারী, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তা শাবানা ইয়াসমিন, হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি ও এনজিও কর্মী নওশীন নিশা শান্তা-সহ জেলার সরকারি ও বেসরকারি উন্নয়ন সংগঠনের কর্মকর্তা এবং উদ্যোক্তাবৃন্দ।
প্রদর্শনী:
যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য বিভাগ, সমবায় অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিসিক এবং বিআরডিবি—এই ৮টি বিভাগের মোট ২৭ জন উদ্যোক্তার উদ্ভাবিত ও উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।