• 23 May, 2025

নওগাঁয় শীতার্ত ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁয় শীতার্ত ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁর রানীনগরে ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপি নেতা রাসেল সরকার। একই দিনে নওগাঁ শহরে ২ হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Naogaon pic c (1)
নওগাঁর রানীনগরে অসহায় ও দুস্থ শীতার্ত ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মিরাট ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল সরকারের উদ্যোগে মিরাট ইউনিয়ন পরিষদ চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

Naogaon pic c (2)
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এচাহক আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মিরাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Naogaon pic c (3)
এদিকে একই দিন বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও প্রায় ২ হাজার দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হাসান তুহিন শীতবস্ত্র বিতরণ ও দোয়ার মাহফিলের আয়োজন করেন।