নওগাঁর মহাদেবপুরে চাল ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহমান (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ হোসেন (২০) নামের অপর একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে মহাদেবপুর-ছাতড়া সড়কের বাছড়ার মোড়ে। নিহত আব্দুর রহমান উপজেলার চাঁন্দাশ ইউপির ডিমজাওন গ্রামের নুরনবীর ছেলে এবং আহত বিদ্যুৎ একই গ্রামের বাবুর ছেলে।
মহাদেবপুর থানার ওসি হাসমত আলী ও স্থানীয়রা জানান, মুদিখানার দোকানের জিনিসপত্র কেনার জন্য আব্দুর রহমান তার বন্ধু বিদ্যুৎ হোসেনকে সাথে নিয়ে রোববার বিকেলে মোটরসাইকেল যোগে ডিমজাওন থেকে ছাতড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাছড়ার মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি চাল বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় বিদ্যুৎকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি হাসমত আলী।