• 02 Feb, 2025

নওগাঁ জেলা অ্যাডভোকেট বারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

নওগাঁ জেলা অ্যাডভোকেট বারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। সভাপতি এম এইচ এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শওকত ইলিয়াস কবির নির্বাচিত হয়েছেন।

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতির দুই পদ ব্যতীত সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার আব্দুর রশিদ-১ জানান, জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে শওকত ইলিয়াস কবির নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন:

সিনিয়র সহ-সভাপতি: মো. নজমুল ইসলাম কবিরাজ
সহ-সভাপতি: দেওয়ান মাহবুব আলী
 সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন): মো. রেজাউল করিম-১
 সহ-সাধারণ সম্পাদক (লাইব্রেরি): আবু বকর সিদ্দিক
 সহ-সাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি): সাব্বির আহমেদ

কার্যকরী সদস্যরা:

  • এস এম সারোয়ার হোসেন

  • মো. মাহফুজ আলম খান

  • মো. জহুরুল ইসলাম-২

  • নুশরাত ই আলম কেয়া

  • মো. আল আমিন

  • এস এম জোবায়ের

  • মো. তারেক হুসাইন

  • সাজেদুল রহমান-৩

নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ২০ জানুয়ারি, যাচাই-বাছাই ২১ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ২৫ জানুয়ারি। নির্বাচনের ১৫টি পদে মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। বারের ভোটার সংখ্যা ৪৪১ জন। আজ বৃহস্পতিবার বার ভবনে সহ-সভাপতির দুই পদে ভোটগ্রহণ শেষে বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার আব্দুর রশিদ-১ ফলাফল ঘোষণা করেন