• 22 May, 2025

নিজের হাত-পা বাঁধা ছবি পাঠিয়ে অপহরণের নাটক সাজিয়ে স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজের হাত-পা বাঁধা ছবি পাঠিয়ে অপহরণের নাটক সাজিয়ে স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ইদ্রিস ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নিজেই অপহরণের নাটক সাজান। স্ত্রীকে হাত-পা বাঁধা ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি করেন ৩০ লাখ টাকা। তবে পুলিশের তদন্তে পুরো বিষয়টি ফাঁস হয়ে যায় এবং চট্টগ্রামের কাপ্তাই থেকে তাকে উদ্ধার করা হয়।

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ইদ্রিস। স্ত্রীর মোবাইলে হাত-পা বাঁধা ছবি পাঠিয়ে তিনি জানান, অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং না দিলে তাকে হত্যা করা হবে।

ঘটনাটি ঘটে গত ২৪ জানুয়ারি, যখন ইদ্রিস পেকুয়ার টৈটং বাজার থেকে আত্মগোপনে চলে যান। স্ত্রীর মাধ্যমে মুক্তিপণ দাবি করার পর পরিবার তিন লাখ টাকা দিতে রাজি হয় এবং পুলিশকে বিষয়টি জানায়। এরপর টানা তিন দিনের বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তাই ওয়াসা মোহরা বালুর টাল এলাকা থেকে ইদ্রিসকে উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ।

পুলিশ প্রথমে ইদ্রিসের মোবাইল ফোন ট্র্যাক করে সাতকানিয়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তবে তার অবস্থান নিশ্চিত করতে না পেরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার এক আত্মীয় নবি হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে নবি হোসেন স্বীকার করেন, ইদ্রিস নিজেই এই অপহরণ নাটক সাজিয়েছেন এবং তিনি বিষয়টি জানতেন। উদ্ধারের পর ইদ্রিস নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, অপহরণটি সাজানো ছিল। তিনি জানান, তার তিন লাখ টাকা ঋণ ছিল এবং মুক্তিপণের টাকা আদায় করে মালয়েশিয়া চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

তিনি জানান, এক দোকান থেকে রশি কিনে এক ব্যক্তির সহায়তায় নিজের হাত-পা বাঁধেন এবং ছবিটি স্ত্রীর কাছে পাঠান। তবে বিষয়টি এত দূর গড়াবে, তা কল্পনাও করেননি। এখন তিনি অনুতপ্ত বলে জানান। পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, ইদ্রিসকে আজ (বুধবার) চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪