ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত সি ফেং। হংকংয়ে এক বক্তৃতায় তিনি বাণিজ্য, কৃষি, জ্বালানি, এবং কৃত্রিম বৃদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন। দুই দেশের বিদ্যমান উদ্বেগ সমাধানে সমতাভিত্তিক সংলাপের ওপর জোর দেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী চীন। গত শুক্রবার হংকংয়ে এক বক্তৃতায় এ কথা বলেন ওয়াশিংটনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সি ফেং। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে ঘনিষ্ঠ সংলাপের প্রয়োজন রয়েছে।
সি ফেং উল্লেখ করেন, বাণিজ্য, কৃষি, জ্বালানি, কৃত্রিম বৃদ্ধিমত্তা এবং গণস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি জানান, প্রতিযোগিতার বদলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই দুই দেশের ভবিষ্যৎ উন্নয়ন সম্ভব।
চীনা রাষ্ট্রদূত বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উদ্বেগের বিষয়গুলো সমতাভিত্তিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ঘনিষ্ঠ আলোচনা ও খোলামেলা মতবিনিময় সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারে।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর অনেক কিছু নির্ভর করছে। সি ফেংয়ের এ বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ার পাশাপাশি দুই দেশের ভবিষ্যৎ অংশীদারিত্বের পথ সুগম করতে পারে।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।